ট্র্যায়াল রিল: ইন্সটাগ্রামের একটি গেইম চেঞ্জিং আপডেট

আমরা যখন কোন রিল আপলোড করি, তখন কিন্তু আমাদের রিল দুই ধরনের মানুষের কাছে যায়। এক যারা অলরেডি আমার সাথে কানেক্টেড, এবং যারা আমাকে চিনে না, অথবা আমার ব্র্যান্ড এর কন্টেন্ট এর সাথে কানেক্টেড না।

এর ফলে রিলের এঙ্গেইজমেন্ট অনেক সময় আমাকে পরিপুর্ন আইডিয়া দেয় না, বিশেষ করে যদি নতুন কিছু ট্রাই করতে চাই।

সম্প্রতি ইন্টাগ্রাম একটি চমৎকার ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে আমরা যেকোন রিলকে ট্র্যাআল রিল হিসেবে পাবলিশ করতে পারবো।

তখন ইন্সটাগ্রাম সেই রিলটিকে শুধুমাত্র যারা আমার ফলোয়ার লিস্টে নেই তাদেরকে দেখাবে।

লিংক টু অ্যানাউন্সমেন্ট: https://www.instagram.com/p/DDZ1zq0P9bo/

যেকোন রিল পোস্ট করার সময় ট্রায়াল বাটন টগল করে আমরা এই সুবিধাটি নিতে পারি।

ট্রায়াল ভার্শন নন-ফলোয়ারদের এই রিল দেখাবে। ২৪ ঘণ্টা পর, আমরা এর পারফরমেন্স দেখতে পারবো।

এরপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে রিলটি বর্তমান ফলোয়ারদেরকেও দেখবো কিনা অথবা এটিকে ট্রায়াল মোডে রেখে ফলোয়ারদের থেকে লুকিয়ে রাখবো।

এই ফিচারটি যেকারনে বেনেফিসিয়াল হতে পারেঃ

  • এ/বি টেস্টিং এর একটি সুযোগ করে দিল।
  • বেটার পার্ফম করা রিল গুলাকেই বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করে ফেলা যায়, এতে রিটার্ন অন এড স্পেন্ড (ROAS) ভাল হবার সম্ভাবনা বেশি।