প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা কাজ করছেন, তাদের মুল ট্রাফিক জেনারেশন সোর্স হচ্ছে ফেসবুক এড। আর বাংলাদেশ থেকে সবাই কম বেশি ফেসবুক এড নিয়ে নানা বিধ ঝামেলাতে পড়ছেন। তাই এই মার্কেটের সবাই এখন কম বেশী ইনবাউন্ড মার্কেটিং নিয়ে ভাবছেন।
GearLaunch প্লাটফর্মে যারা কাজ করছেন, তাদের একটা সুবিধা হচ্ছে তারা নিজেদের ডোমেইনেই কাজ করছেন। যেহেতু নিজেদের ডোমেইন তাই এসইও করার সুযোগ আছে। আর যারা অনলাইন প্রফেশনের সাথে কানেক্টেড তাদেরকে আসলে এসইও এর বেপারে নতুন করে বলার কিছু নেই।
GearLaunch প্লাটফর্মের জন্য আমি একটি ফ্রী এসইও কোর্স চালু করেছি, যার ভিডিও গুলো এই পোস্টে পর্যায়ক্রমে আমি যোগ করে দিব।
যদিও আমি GearLaunch কে লক্ষ্য করে ভিডিও গুলো তৈরি করবো, কিন্তু এই ট্রিকস গুলো যেকোন প্লাটফর্মেই কাজ করবে। বিশেষ করে যেকোন ইকমার্স সেক্টরেই কাজ করবে।
ভিডীও ১ঃ এসইও বেসিক
এছাড়াও আরো টিপস পেতে জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপে
শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।