ট্রাফিক জ্যামের এই শহরে আমরা আমাদের দিনের একটা বড় অংশ গাড়িতেই কাটাই। আপনিও হয়তো এর বাইরের নন। এই লেস প্রোডাক্টিভ সময়টাকে লার্নিং টাইমে কনভার্ট করার জন্য আমার এই অডিও সিরিজ যেন ভ্রমনরত অবস্থাতেও আপনি লার্নিং এর সাথেই থাকতে পারেন। সব পোডকাস্ট যেন এক জায়গাতেই পেতে পারেন, সে জন্যই এই পেইজটি তৈরি করা।