fbpx

শূণ্য থেকে 11,199 অর্গানিক ট্রাফিক মাত্র ৬ মাসে: একটি সাকসেসফুল SEO স্টোরি!!!

শূণ্য থেকে 11,199 অর্গানিক ট্রাফিক মাত্র ৬ মাসে: একটি সাকসেসফুল SEO স্টোরি!!!
আজকে একটা কেস স্টাডি শেয়ার করবো যেটা আপনাদের SEO ক্যারিয়ারের জন্য অনেক এডুকেটিভ হতে পারে
পুরো প্রসেসটা তাহলে শুরু থেকে বলি –
যখন আমি এবং আমার টিম এই প্রজেক্টটা নিয়েছিলাম, ওয়েবসাইটে তখন প্রচুর টেকনিক্যাল সমস্যা ছিল। তাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এই টেকনিক্যাল সমস্যাগুলি সলভ করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করা।
প্রথমে আমরা ক্যানোনিকাল প্রবলেম এবং ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট খোঁজা শুরু করি। সাথে, ক্যানোনিক্যাল ট্যাগ ইমপ্লিমেন্ট করি যেন সার্চ ইঞ্জিন বুঝতে পারে পেজ এর কোন ভার্সনগুলো ইন্ডেক্স করতে হবে৷ মেইনলি আমরা ওয়েবসাইট টাকে ফুল অপ্টিমাইজ করার জন্য পেজ স্পিড, ক্রল এরোরস, ব্রোকেন লিঙ্ক, পেজটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলি, এসব টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করে আরো ইম্প্রুভ করার ট্রাই করি।
নেক্সট, আমরা ক্রল বাজেট অপ্টিমাইজ করার উপর ফোকাস করেছি। এতে করে এনশিওর করা যাবে যে, সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের পেজগুলো ঠিকভাবে ক্রল করছে কিনা এবং আরও এফিশিয়ান্টলি ইন্ডেক্সিং করছে কি না। কয়েক ধাপে আমরা এই অপ্টিমাইজেশনগুলো করি। প্রথমে আমরা ওয়েবসাইটের XML সাইটম্যাপ অপ্টিমাইজ করি এবং ফলো করি যেন প্রত্যেকটা পেজ সঠিকভাবে লিঙ্ক করা থাকে। তারপর, যে ক্রল এরোরগুলো সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটে আসতে বাধা দিচ্ছে, সেগুলোকে ফিক্স করি।
এই টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করার পর আমরা এসইও- এর অন্যান্য ইম্পরট্যান্ট সেক্টরে ফোকাস করেছি যেমন, কম্পিটিটর রিসার্চ করা, সঠিকভাবে কীওয়ার্ড রিসার্চ করা। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যেসব কীওয়ার্ড গুলো মোস্ট রিলেভেন্ট এবং অনেক বেশি ট্রাফিক পেয়েছে, সেগুলো ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টে এবং মেটাডাটাতে ইমপ্লিমেন্ট করেছি।
এছাড়াও,ওয়েবসাইটকে আরো এসইও এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এডভান্সড লেভেল এর অন-পেজ এসইও যেমন টাইটেল ট্যাগ অপ্টিমাইজেশন, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিংক এগুলো ইমপ্লিমেন্ট করেছি।
প্লাস, পুরো ওয়েবসাইট টা যেন সহজে ন্যাভিগেট করা যায় এবং যে কোন ডিভাইসে স্মুথলি চালানো যায়,আমরা সেজন্য ওয়েবসাইটের ন্যাভিগেশন এবং সাইট স্ট্রাকচারের ওপর কাজ করেছি। একটা ওয়েবসাইটের ডিজাইন যত সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি হবে, সেটার ডিমান্ড তত বেশি হবে আর আমাদের ওয়েবসাইট ডিজাইন এর উপরই ছিলো।
আশা করি, এই কেস স্টাডি টা আপনাদের একটা সাকসেসফুল এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট সম্পর্কে পুরো আইডিয়া দিবে এবং কাজগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে হেল্প করবে।

রিলেটেড পোস্ট:

Scroll to Top