fbpx

২০২৪ সাল পর্যন্ত কর মুক্ত আইটি/আইটিইএস খাতসমূহ (পুরো লিস্ট)

আমরা যারা অনলাইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা অনেকেই জানেন ২০২৪ সাল পর্যন্ত আমাদের উপার্যন কর এর আওতা মুক্ত। আবার অনেকে হয়ত জানেন না। তাই মনে হল আপনাদের জন্য একটি পোস্ট লিখে ফেলি, যা আপনাদেরকে এই বিষয়টি বুঝতে সহায়তা করবে।

অনেকের ধারনা আমাদের উপার্জন দেশের বাইরে থেকে হয় বলে আমাদের উপার্জন ট্যাক্স ফ্রী। আসলে কিন্তু ব্যাপারটা এমন নয়। সরকার ২০২৪ সাল পর্যন্ত কিছু ব্যবসার ধরনকে ট্যাক্স থেকে অব্যাহতি দিয়েছে। সেটা দেশের ভিতরে হলেও ট্যাক্স ফ্রী। তারমানে আপনি যদি দেশের কাউকেও এই সার্ভিসগুলো দেন, এগুলো ট্যাক্স ফ্রী হবে।

সরকার আইটি এবং আইটিইএস রিলেটেড ২২টি ব্যবসার ধরনকে ২০২৪ সাল পর্যন্ত কর ফ্রী সুবিধা দিয়েছে। নিচে আমি তা আপনাদের জন্য শেয়ার করছি।

  1. সফটওয়ার ডেভেলপমেন্ট
  2. সফটওয়ার অথবা এপ্লিকেশন কাস্টমাইজেশন
  3. ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (NTTN)
  4. ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট
  5. ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট
  6. ওয়েবসাইট ডেভেলপমেন্ট
  7. ওয়েবসাইট সার্ভিসেস
  8. ওয়েব লিস্টিং
  9. আইটি প্রসেস আউটসোর্সিং
  10. ওয়েবসাইট হোস্টিং
  11. ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন
  12. ডিজিটাল ডাটা এন্ট্রি এবং প্রসেসিং
  13. ডিজিটাল ডাটা এনালাইটিক্স
  14. জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস
  15. আইটি সাপোর্ট টেস্ট ল্যাব সার্ভিসেস
  16. সফটওয়ার টেস্ট ল্যাব সার্ভিসেস
  17. কল সেন্টার সার্ভিসেস
  18. ওভারসিস মেডিকেল ট্রান্সপোর্টেশন
  19. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  20. ডকুমেন্ট কনভার্শন, ইমেজিং এবং ডিজিটাল আরকাইভিং
  21. রোবটিক্স প্রসেস আউটসোর্সিং
  22. সাইবার সিকিউরিটি সার্ভিসেস

আশা করছি উপড়ের এই পোস্টটি আপনাকে আপনার ট্যাক্স ফাইল প্রস্তুত করতে সহায়তা করবে।

আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন

 

রিলেটেড পোস্ট:

Scroll to Top