আমরা সবাই একটা কথা সবসময় শুনে থাকি, অথবা বলেও থাকি, যে বেসিক ঠিক থাকলে পরের ধাপ গুলো আর খুব বেশী কঠিন লাগে না। ক্লাস নাইনে থাকতে পীথাগোরাসের ২৩ নাম্বার উপপাদ্য এর কথা মনে করুন। অনেকের এইটা মনে রাখতে ঘাম ঝড়ে যেত। অনেকের আবার এটা খুব সহজ মনে হত। মুল কথাটা হচ্ছে ঐ বেসিক। আপনি যখন পরিস্কার আপনি কি চাচ্ছেন, তখন একশন প্লান তৈরি করা অনেকটাই সহজ হয়ে যায়।
তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ ভাবে মুল লক্ষ অথবা স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিতে।
কিছুদিন আগে খুলনাতে একটা কনফারেন্স ছিল। সেখানে আমি খুব অল্প সময়ে সেলিং এর মুল মন্ত্রটা বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। আপনাদের জন্য সেশনটা শেয়ার করলাম এখানে।
আরো পড়ুনঃ
আরো স্পেসিফিক টিপস পেতে জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে।