আমার সম্পর্কে

মিডিয়া হাইলাইটস

আমি নাহিদ হাসান — একজন উদ্যোক্তা, মেন্টর, এবং ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট।

২০১০ সালে শুধু একটা কম্পিউটার আর বিশাল এক স্বপ্ন নিয়ে Bizcope-এর যাত্রা শুরু করেছিলাম। তখন কোনো অফিস ছিল না, কোনো টিম ছিল না, কিন্তু ছিল এক প্রবল বিশ্বাস। আজ ১৫+ বছর পর, আমি শুধু একজন উদ্যোক্তা নই, বরং হাজারো উদ্দোক্তার বিজনেসে ডিজিটাল স্ট্র্যাটেজি এবং টুলসের মাধ্যমে গ্রোথ এনসিউর করতে সরাসরি ইম্প্যাক্ট রেখেছি। 

Bizcope প্রতিষ্ঠা করার শুরুটা সহজ ছিল না। অসংখ্য চ্যালেঞ্জ, ব্যর্থতা, আর অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিদিন নতুন কিছু শিখেছি।
ধীরে ধীরে আমি এবং আমার টিম একসাথে গড়ে তুলেছি একটি গ্লোবাল বিজনেস পাওয়ার হাউজ, যেখানে আমরা Rokomari, Logitech, Mobil, Payoneer, Swish Global এর মতো ১০০০+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি।।
একই সাথে ঢাকা, কুয়ালালামপুর এবং ফ্লোরিডায় বর্তমানে আমাদের ৩টি অফিস রয়েছে এবং আরো কিছু গ্লোবাল অফিস ওপেনিংয়ের অপেক্ষায় আছে।

এই যাত্রাটা আমাকে শিখিয়েছ

যদি দৃঢ় সংকল্প থাকে, তবে সীমা বলে কিছু নেই।

আমি সবসময় বিশ্বাস করি নলেজ শেয়ার করলে অন্যদের যেমন এমপাওয়ার করা যায়, আবার নিজের নলেজকেও আরো সমৃদ্ধ করা যায়। এই বিশ্বাস থেকেই শুরু আমার মেন্টরশিপ জার্নি।

গত এক দশকে এশিয়া, ইউরোপ, এবং আমেরিকার বিভিন্ন প্রান্তে ১০,০০০+ পেশাজীবী এবং উদ্যোক্তাদের সাথে সেশন এরেঞ্জ করেছি এবং তাদেরকে বিজনেস এবং ক্যারিয়ার গ্রোথের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছি।

Grow With Nahid শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়। এটা আমার প্রতিশ্রুতি—আমি যেসব শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়ে আজ এখানে পৌঁছেছি, তা অন্যদের সাথেও শেয়ার করতে চাই।

Grow With Nahid শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়। এটা আমার প্রতিশ্রুতি—আমি যেসব শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়ে আজ এখানে পৌঁছেছি, তা অন্যদের সাথেও শেয়ার করতে চাই।

Because growth is not just about me. Growth is about us, together.

Nahid Hasan

গ্যালারি

Featured Books

Digital Growth Blueprint

A complete guide to building your brand and scaling your business online.

Zero Dollar Marketing

Zero Dollar Marketing is a transformative guide for entrepreneurs, small business…

The Future of Marketing

Strategies to stay ahead in the fast-changing digital world.