fbpx

নাহিদ হাসান

আমার গল্প

২০০৮ এর দিকে আমার পরিচিত এক আপুর কাছ থেকে জানতে পারি গুগল এডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্যন করা যায়। উনার কিছু দিক নির্দেশনা নিয়ে তখন ব্লগস্পট প্লাটফর্ম ব্যবহার করে কিছু সাইট তৈরি করি। এবং রিসার্চ করে নিজের স্কীল ডেভেলপ করতে থাকি। কিন্তু খুব বেশি মনোযোগ না দেয়াতে গতি ছিল কম। পরবর্তিতে ২০১০ সালে ওডেস্ক মার্কেটপ্লেস এর মাধ্যমে এসইও সার্ভিস সেল করে অনলাইন ইন্ডাস্ট্রিতে অর্থ উপার্যন শুরু হয়। শুরু থেকেই আমি দলগত সফলতাতে বিশ্বাসী। তারি ধাবাহিকতাও শুরু থেকেই টীম তৈরি করেছি। ভার্চুয়াল অফিস চালিয়েছি প্রায় ২ বছর, তারপর স্বপ্নের ফিসিকাল অফিস দিয়ে আর সুগঠিক হয় ২০১২ সালে। এরপর ২০১৬ সালে নতুন অফিসে স্থানান্তর হই, যা ছিল আর বড় এবং সুগঠিত। ২০২০ সালে আমরা আমেরিকাতে আমাদের ছোট একটি অফিস সেটআপ করেছি।

আপনাদের ক্যারিয়ার অথবা ব্যবসাকে পরবর্তি ধাপে নেয়ার জন্য আমার কিছু প্রয়াস

সোশ্যাল মিডিয়াতে আমি

FACEBOOK

INSTAGRAM

YOUTUBE

FACEBOOK

INSTAGRAM

YOUTUBE

Scroll to Top