Bizcope প্রতিষ্ঠা করার শুরুটা সহজ ছিল না। অসংখ্য চ্যালেঞ্জ, ব্যর্থতা, আর অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিদিন নতুন কিছু শিখেছি।
ধীরে ধীরে আমি এবং আমার টিম একসাথে গড়ে তুলেছি একটি গ্লোবাল বিজনেস পাওয়ার হাউজ, যেখানে আমরা
Rokomari, Logitech, Mobil, Payoneer, Swish Global
এর মতো ১০০০+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি।।
একই সাথে
ঢাকা, কুয়ালালামপুর এবং ফ্লোরিডায় বর্তমানে আমাদের ৩টি অফিস
রয়েছে এবং আরো কিছু গ্লোবাল অফিস ওপেনিংয়ের অপেক্ষায় আছে।